আরিফুল ইসলাম আশাঃ ভন্ডুল হয়ে গেল সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির নির্বাচন। বৃহস্পতিবার ভোটগ্রহন শুরুর কিছুক্ষনের মধ্যেই পুলিশ ভোট বন্ধ করার নির্দেশ দেয়। এরই মধ্যে ভোটের বিষয়ে আইনজীবিদের একাধিক গ্রুপ সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়। ধাক্কাধাক্কি, কিল চড়, ঘুষি এবং ভাংচুরের ফলে জেলা আইনজীবি সমিতি চত্ত্বর যেন এক রণক্ষেত্রে পরিনত হয়। এরই মধ্যে পুলিশ ব্যালটবাক্স তুলে নিয়ে যায়। এসব ঘটনায় বেশ কয়েকজন আইনজীবি আহত হয়েছেন। পুরো আদালত চত্ত্বর জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, আবুল হোসেন ও রেজোয়ানুল্লাহ্ সবুজ নেতৃত্বাধীন জেলা আইনজীবি সমিতির কমিটির মেয়াদ শেষ হবার পর নতুন নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেয়। বিভক্ত আইনজীবিরা পৃথকভাবে ভোটগ্রহনের দুটি দিন নির্ধারন করে। এসব সংঘর্ষ এড়াতে সাতক্ষীরার দুইজন সংসদ সদস্য আইনজীবিদের নিয়ে আলোচনায় বসেন। পরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার ভোট গ্রহনের কথা ঘোষনা করা হয়। বীর মুক্তিযোদ্ধা এ্যাড. নুরুল আলমকে প্রধান নির্বাচন কমিশনার করে ভোট গ্রহনের শুরুতেই সকালেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সমূদয় আদালত চত্ত্বর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছিল। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। -----------------------
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com