কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। ভারতের রাজ্যসভার চেয়ারম্যান ও ভারতের উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কটেশ নাইডু মিজোরাম রাজ্যের ভ্রমণ কালে তিনি সেই রাজ্যের বিধান সভার সর্বদলীয় বিধায়কদের সামনে দেশ ও জাতির কল্যাণে ভাষণ দেন। তিনি ভারতের পূর্ব রাজ্যের উন্নয়নের মান বাড়াতে এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করতে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে দেশের জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতা নিয়ে সচ্ছ ভারত গড়ার লক্ষ্যে এগোতে হবে। দেশের শিল্প ও কৃষি এবং অর্থনৈতিক উন্নয়নের বিকাশের জন্য এগিয়ে আসতে সকলের কাছে অনুরোধ করেন। তিনি পিছিয়ে পড়া পূর্ব রাজ্যের অর্থ সামজিক উন্নয়নের বিকাশের জন্য সবাই কে এক হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি ভাষণ শেষে মিজোরাম রাজ্যের মানুষের শুভেচ্ছা জানান এবং মিজোরাম রাজ্যের বিধান সভার সদস্যদের মধ্যে কুশল বিনিময় করেন।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com