রাশিদুল ইসলামঃ
অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ভোজ্যতেল বিক্রি ও বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজার, গুরুদাসপুর বাজার ও চাঁচকৈড় বাজারে অভিযান চালিয়ে ৩ মুদি দোকানদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, কয়েকজন ক্রেতা ইউএনওকে ফোনে চাঁচকৈড় বাজারে বেশি দামে তেল বিক্রি হচ্ছে বলে জানানো হয়। খবর পেয়ে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তমাল হোসেন। এ ব্যাপারে সকল মুদি দোকানদারকে সতর্ক করা হয়। পরবর্তীতে মূল্য তালিকা বা পন্যের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম নিলে জেল জরিমানাও হবে বলে জানানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, গুরুদাসপুর থানার এএসআই মাসুদ রানাসহ পুলিশ সদস্যরা।
ইউএনও তমাল হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। সরকার নির্ধারিত যে মুল্য রয়েছে তার বেশি যেন কোন ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে নিতে না পারে সেজন্য প্রতিনিয়ত অভিযান চলমান থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com