মুঃ সোহরাব আলী সরকারঃ কালীগঞ্জ সাব-রেজিষ্ট্রি কার্যালয়ের দলিল লিখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচন মঙ্গলবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা হতে বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সাব রেজিষ্ট্রি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. আশরাফুল ইসলাম কাজল ৩৩ ভোট ও সাধারণ সম্পাদক পদে ছাব্বির আহমেদ
(সামাউন খান) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দি সভাপতি পদে নিজাম উদ্দিন ৩২ ও সাধারণ সম্পাদক পদে মো. মজিবুর রহমান ৪৩ ভোট পান। উপজেলা সাব রেজিষ্ট্রার ও প্রধান নির্বাচন কমিশনার খন্দকার গোলাম কবির ভোট গণনা শেষে বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষনা করেন।
এছাড়াও সহ সভাপতি পদে আব্দুর রশিদ মোক্তার ও মোঃ হায়দার আলী শেখ সমান ৪৯ ভোট পাওয়ায় তাদের ফলাফল স্থগিত রাখা হয়েছে। সহ সাধারণ সম্পাদক পদে মো. মাহবুব আলম ৫৭, সাংগঠনিক পদে মো. মুজিবুর রহমান ৬৯, কোষাধ্যক্ষ পদে মো. আবু তাহের ৫৭, দপ্তর সম্পাদক পদে মো. সাইফুল শেখ ৫৬, প্রচার সম্পাদক পদে তরিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় ও সদস্য পদে মো. মুনছুর আহমেদ শেখ ৬৮, মো. শাখাওয়াত হোসেন শাহীন ৬০ এবং হাবিব রানা ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উপজেলা সাব রেজিষ্ট্রার ও প্রধান নির্বাচন কমিশনার খন্দকার গোলাম কবির জানান, কালীগঞ্জ সাব-রেজিষ্ট্রি কার্যালয়ের দলিল লিখক ও ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচনে মোট ১০০টি ভোটের মধ্যে ৯৯টি কাষ্টিং হয়েছে।
নির্বাচনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আনোয়ারুল হক বাচ্চু, সোলায়মান খান ও আশরাফুল আলম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com