মোঃ আনোয়ার হোসেনঃ
পটুয়াখালী জেলার গলাচিপা থানার আমখোলা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের শেরুখার বাজার সংলগ্ন লোহার পুলটি বিকট শব্দে খালের উপর আছড়ে পড়ে যায়। তাৎক্ষণিক সারেজমিন পরিদর্শন করেন স্থানীয় ০৪ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ বাদল খাঁন।
গত বছর এই সময়ে একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অনলাইন ও আইপি টিভি চ্যানেলে ব্যাপক ভাবে প্রচারিত হয়েছে।
শেরুখার বাজার সংলগ্ন লোহার পুলটি নির্মিত হয়েছিল বেশ কয়েক বছর আগে অত্যন্ত জনবহুল এই ব্রীজ, এখান দিয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক বয়োবৃদ্ধ শিশু ও রোগী সহ প্রতিদিন প্রায় শতশত মানুষের চলাচলের এপার-ওপার যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গত বৃহস্পতিবার হটাৎ করে বিকট শব্দে আতংকিত হয় এলাকার সাধারণ মানুষ। অনেকে এখানে এসে দেখেন সেই লোহার পুলটি ভেঙ্গেচুরে খালের উপড়ে পড়ে আছে পরবর্তীতে এলাকাবাসী জানতে পারেন ওই পুলের উপর দিয়ে কিছু লোকজন এই পারে আসার মুহুর্তে হটাৎ করেই সামনের অংশ ভেঙ্গে পরতে দেখে আবার তারা পেছনের দিকে দৌড়ে পুল থেকে নেমে পড়েন এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবী এখানে এই লোহার পুল টি অতিদ্রুত মেরামত করে জনগনের চলাচলে উপযুক্ত মাধ্যম তৈরী করে দেওয়া হোক।এ বিষয়ে জানতে চাওয়া হলে জনাব বাদল খাঁন বলেন এই পুলের বিষয়টি উর্ধতন কতৃপক্ষ কে জানাবেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com