লিটন সরকার ঃ আশাশুনিতে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য বিধি, রক্ত স্বল্পতা, অপুষ্টি এবং স্বাস্থ্য বিষয়ক অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইপ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর আয়োজনে সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। মাল্টি মিডিয়া প্রজক্টেরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ এস এম নাঈম হোসেন। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, সাতক্ষীরা সদর হাসপাতালের হেলথ এডুকেটর ডাঃ তপন কুমার সরকার। স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য পরিদর্শক, ইমাম, পুরোহিত, শিক্ষক ও সাংবাদিকদের অংশ গ্রহনে খাদ্য নিরাপত্তা, রক্ত স্বল্পতা, অপুষ্টি সম্পর্কে বিস্তারিত উপস্থাপনের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কে পরিপক্কতা অর্জনে কর্মশালায় গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করা হয়। সবশেষে অংশ গ্রহনকারীদের কাছ থেকে কর্মশালা থেকে অর্জন সম্পর্কে মতামত গ্রহন করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com