প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২২, ১২:২৯ পি.এম
কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গাঁজাসেবীকে ৩ মাসের কারাদন্ড প্রদান
হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে গাঁজাসেবী শেখ আব্দুল আলিম (৪৯) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। ভ্রাম্যমান আদালত। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত আব্দুল শেখ এর পুত্র। নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে, মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এর উপ-পরিদর্শক বিজয় কুমার সহ সঙ্গীয় পুলিশ ফোর্স এর সহযোগিতায় মাদক (গাঁজা) সেবন রত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয় ।পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় ও আসামী অপরাধ করেছেন কিনা জিজ্ঞাসা করলে সে নিজেই দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাজা পরোয়ানামুলে আসামিকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com