নিউজ ডেস্ক: আশি দশকের বাংলাদেশ ও ভারতের দুই জনপ্রিয় কবি শাহীন রেজা এবং সৌমিত বসুর দ্বিভাষিক যৌথ কাব্যগ্রন্থ ‘দুই নদী এক ধারা’র মোড়ক উন্মোচন করলেন দুই প্রজন্মের দুই প্রবল কবি জাহিদুল হক এবং রেজাউদ্দিন স্টালিন। বইমেলার শেষদিন উদ্বোধনী মঞ্চে আয়োজিত এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মঞ্চ এবং মঞ্চের সামনে অগণিত কবি এবং কবিতাভক্তদের উপস্থিতিতে জাহিদুল হক বলেন, সৌমিত ও শাহীন বাংলা কবিতায় বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে একটি সেতুবন্ধ রচনার কাজ চালিয়ে যাচ্ছেন। বাংলা ভাষাভাষি কবিদের মধ্যে তাদের এই প্রয়াস শুধু গ্রহণযোগ্য নয় অনুকরণীয়ও হয়ে উঠেছে। তাদের হাত ধরে বাংলা কবিতার জয়গান সারাবিশ্বে ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি।
রেজাউদ্দিন স্টালিন বলেন, সৌমিত ও শাহীন দু’জনই আমার বন্ধু। তারা বাংলা কবিতায় একটি অমর বন্ধন রচনার কাজে নিয়োজিত আছেন। এ মূহুর্তে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে জনপ্রিয় এ দুই কবির গ্রন্থ উন্মোচনের এই মহান ক্ষণে আমি তাদেরকে ভালোবাসা জানাই। প্রত্যাশা করি তারা কবিতায় স্ব স্ব স্থান তৈরীতে সমর্থ হন।
প্রকাশনা প্রতিষ্ঠান পুন্ড্রবর্ধনের কর্ণধার হাসানুর রহমান সুমনের সভাপতিত্বে এবং কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে শুভেচ্ছা জানান, কবি অর্নব আশিক, কবি কামরুল হাসান, কবি দিলদার হোসেন, কবি জাকির আবু জাফর, কবি তৌফিক জহুর, কবি আতিক হেলাল, কবি ফরিদ ভুইয়া, কবি আল হাফিজ, কবি শাহনাজ পারভীন, কবি নূর কামরুন্নাহার, কবি আসাদ কাজল প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com