বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ব্যবহার করে নানা ধরনের মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে।
নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ব্যবহার করে নানা ধরনের মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। তাই এ ধরনের ভুয়া পেজ ও ওয়েবসাইট থেকে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর । সোমবার আইএসপিআর-এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম Bangladesh Army (লিংক: https://www.army.mil.bd) ও Join Bangladesh Army (লিংক: https://joinbangladesharmy.army.mil.bd)।
সেনাবাহিনীর ফেসবুক পেইজের নাম- Bangladesh Army। আর Bangladesh Army নামে একটি চ্যানেল রয়েছে ইউটিউবেও।
এগুলো ছাড়া অন্যান্য সব ওয়েবসাইট/ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভুয়া। এসব মাধ্যমে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও অপ্রচারের বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
একই সঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সংবলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও ওই প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে আইএসপিআর।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com