বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাফেজ আব্দুল কাদের নামে এক মাদ্রাসা শিক্ষকের মুত্যু হয়েছে। সে উপজেলার রতনপুর নূরানী মাদ্রাসার শিক্ষক ও শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কুলতলী গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।
সরেজমিন সুত্রে জানাগেছে,
রতনপুর হাফিজীয়া ক্বরিয়ানা নুরানীর শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাদের (৩৬) সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় নিজ মটর সাইকেল যোগে মাদ্রাসায় যাচ্ছিলেন। আব্দুলখালী ব্রীজ সংলগ্নে পৌছালেই বিপরিত দিক থেকে আসা মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল কাদের এর মাথা ফেঁটে ব্যাপক রক্তক্ষরণ হয়। স্থানীয়রা উদ্ধার করে ক্লিনিকে নেওয়ার পথে তিনি না ফেরার দেশে চলে যান, (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী ও পাঁচ বছর বয়সী একমাত্র কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মর্মান্তিক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে মাদ্রাসা ও পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।