প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২২, ৩:৪৪ পি.এম
লিটল ম্যাগাজিন “অপরাজিত ” একযুগ পূর্তি ও সাহিত্য পুরস্কার-২০২২
ডেস্ক রিপোর্ট: গতকাল ২৮ মার্চ সোমবার লিটল ম্যাগাজিন “অপরাজিত” এর একযুগ পূর্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কাটাবনস্থ কবিতা ক্যাফেতে। অপরাজিত সম্পাদক নাহিদ হাসান রবিন এর সভাপতিত্বে সম্মাননা পুরস্কার প্রদানে উপস্থিত ছিলেন সত্তর দশকের গুরুত্বপূর্ণ কবি, বিখ্যাত সংগঠক ও অরনি সম্পাদক মাহমুদ কামাল, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যিক মনি হায়দার, লিটল ম্যাগাজিন " লোক " এর সম্পাদক ও নব্বই দশকের গুরুত্বপূর্ণ কবি অনিকেত শামীম, কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির, কবিতা ক্যাফের ব্যবস্থাপনা পরিচালক- কবি ও লিটল ম্যাগাজিন জলধি সম্পাদক নাহিদা আশরাফী।
৮ জনকে এবারের পুরস্কার প্রদান করা হয়। যথাক্রমে শিহাব শাহরিয়ার কে (কবিতায়), সোনালী ইসলাম কে (উপন্যাসে), হাসিদা মুন কে (প্রবন্ধে) তৌফিক জহুর, সম্পাদক-উদ্যান কে (ছোটকাগজ সম্পাদনায়), মিজান রহমান, প্রকাশক- ভাষাপ্রকাশ কে (প্রকাশনায়) অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২২ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া বাংলা সাহিত্যের তিন সম্ভাবনাময়ী লেখক এলিজা খাতুন কে (কবিতায়), শফিক হাসান কে (ছোটগল্পে) ও সন্তোষ কুমার শীল কে (উপন্যাসে) অপরাজিত প্রজন্ম সাহিত্য পুরস্কার-২০২২ প্রদান করা হয়। পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় প্রদান করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি শিবলী মোকতাদির, কবি মামুন রশীদ, কবি ও সম্পাদক রনি অধিকারী, কবি আরিফ নজরুল, কবি জান্নাতুল বাকেয়া কেকা, তাহমিনা শিল্পী, কবি কুশল ভৌমিক, তরুণ কবি শৈবাল নূর, মাহবুব সেতু ও হাসানূর রহমান সুমন। যে কোনো পুরস্কার প্রাপ্তী এক ধরনের নতুন দিগন্ত উন্মোচিত করে।
ছোটকাগজ সম্পাদনায় উদ্যান সম্পাদক, তৌফিক জহুর কে পুরস্কৃত করায় টীম উদ্যান এর পক্ষ থেকে লিটল ম্যাগাজিন “অপরাজিত” এর সাফল্য কামনা করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com