এম হাফিজুর রহমান শিমুলঃ একজন পুলিশ কর্মকর্তাই পারেন আইন শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি জনতার হৃদয় জয় করতে। শুধু পোশাকের পরিচয়ে কারও কারও পছন্দ নাও হতে পারে। তবুও সত্য প্রকাশে কৃপনতার সুযোগ আছে বলে মনে করিনা। কারণ দোষে গুনেই মানুষ, তারই মাঝে কিছু ব্যাতিক্রম গুনান্বীত মানুষ সমাজে আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। যেমন সাতক্ষীরার কালিগঞ্জ থানার চৌকস্ অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্থফা যোগদানের পর হতে অদ্যবধি থানা এলাকার আইন শৃংখলা সমুন্নত রাখার পাশাপাশি মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে চলেছেন। গত ০২/০৫/২০২১ তারিখে মোহাম্মাদ গোলাম মোস্তফা অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। তিনি একজন সদালাপী, বিনয়ী, সৎ, নম্র আচারণে সমাজের নিন্মবিত্ত ও সহজ সরল মানুষগুলিকে সহজেই আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। এর ফলে সামাজে ছোট খাট সমস্যাগুলি সহজ সমাধানে সহায়ক হয়। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় শাসন করা, কখনও স্নেহ ও শ্রদ্ধা জ্ঞাপনে তার ভুমিকা অনন্য। তার বলিষ্ট নেতৃত্বের কারণেই বর্তমানে কালিগঞ্জ থানা দালাল আর টাউটদের কতৃত্ব অনেকটা হ্রাস পেয়েছে। ওসি হয়েও অতি সাধারণ ভাবে জীবন যাপন করাটাই তিনি সহজে ভুক্তভোগী জনগনের হৃদয়ে স্থান করতে সক্ষম হয়েছেন। পুলিশ জনতার বন্ধু, কালিগঞ্জ থানা এলাকায় সেটা বাস্তবতা লক্ষিত হয়। যেমনটি সাধারণ জনতা একজন পুলিশ কর্মকর্তার কাছে আশা করে।কাওকে খুশি করতে নয়, বরং কিছু সত্য প্রকাশে অন্য সব সরকারী কর্মকর্তাদের চারিত্রিক বৈশিষ্ট ও আচারণ পরিবর্তনের প্রেরনা যোগাতে সহায়ক হবে এই প্রত্যাশা নিয়েই এ লেখা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com