হাফিজুর রহমান শিমুলঃ একটি আর্থসামাজিক প্রতিষ্ঠান " উন্নয়ন "এর আয়োজনে ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশন (পিকেএসএফ)এর আর্থিক সহযোগিতায় দরিদ্র মানুষের মূল ধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার প্রয়াসে পাথওয়েজ টু প্রসপারিটি পিওর পিপল( পিপি ইপিপি ) কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অধ্যায়নে পিকেএসএফ বহু মুখি কর্মসূচিটি বাংলাদেশের নির্দিষ্ট দরিদ্র প্রবন এলাকায় বাস্তবায়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার(২৯ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তার সভা কক্ষে প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রকল্পের বিভিন্ন তথ্য তুলে ধরেন (প্রজেক্টরের মাধ্যমে) কারিগরি কর্মকর্তা জীবিকায়ন কামাল হোসেন, কারিগরি কর্মকর্তা পুষ্টি সাইদুর রহমান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, কালিগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শংকর কুমার ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উন্নয়নের শাখা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন প্রমুখ। প্রথওয়েজ প্রসপারিটি প্রকল্প টি ২০১৯ সাল হতে উন্নয়ন চারটি উপজেলার সাতটি ইউনিয়নে কাজ করে। অতি দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন টেকসই উন্নয়ন এবং সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করণে প্রকল্প টি প্রকল্প জীবিকায়ন, পুষ্টি এবং কমিউনিটি মোবিলাইজেশন বিষয়ক তিনটি মূল কম্পার্টমেন্ট নিয়ে কাজ করছে। পাশাপাশি দুর্যোগ ও জলবায়ু জেন্ডার সমতা এবং প্রতিবন্ধী অন্তর্ভুক্তকরণ নিও উন্নয়নের প্রকল্প কাজ করছে। অনুষ্ঠান শেষে দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, দৃষ্টিপ্রতিবন্ধীদের সাদাছড়ি প্রদান করা হয়। প্রকল্পটি পাঁচ বছর প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ে ৫ বছর যাবৎ চলবে। উপজেলার মধ্যে চাম্পাফুল ও নলতা ইউনিয়নে প্রকল্পের কাজ বাস্তবায়ন হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com