হাফিজুর রহমান শিমুলঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ শাখার বর্ধিত সভা শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৫ টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সাবেক অধ্যাপক সনদ কুমার গাইন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রনজিত সরকার, সাংগঠনিক সম্পাদক ও হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, যুগ্ন সম্পাদক রিপন দত্ত, সাহিত্য সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কোষাধ্যাক্ষ ও ইউপি সদস্য বরুণ কুমার ঘোষ, সহ- সাংগঠনিক সম্পাদক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক অসিত সেন , শ্যামল বিশ্বাস, ঠাকুরদাস কর্মকার, পূরঞ্জন স্বর্ণকার, হিমাংশু কুমার ঘোষ, শান্তি গোপাল চক্রবর্ত, কালিদাস সরকার, আনন্দ মোহন সরকার, সুদর্শন সরদার, মধুসূদন ঘোষ, দেবপ্রসাদ ঘোষ, বিশ্বজিৎ ঘোরামী, সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদ উল্লাহ বাচ্চু প্রমুখ। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম সহ ইউনিয়ন কমিটি পুনর্গঠন, উপজেলা কাউন্সিল বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে এপ্রিল মাসের মধ্যেই ইউনিয়ন কমিটির কাউন্সিল শেষ করতে হবে মর্মে সর্বসম্মতিক্রমে তারিখ ও সময় নির্ধারণ করা হয়। কুশুলিয়া ইউনিয়ন পূজা কমিটির সম্মেলন ১৫ এপ্রিল, মথুরেশপুর ইউনিয়ন পূজা কমিটির সম্মেলন ১৬ এপ্রিল,ধলবাড়িযা পূজা কমিটির সম্মেলন ১৭ এপ্রিল,নলতা ইউনিয়ন ২২ এভ্রিল, ভাড়াশিমলা ইউনিয়ন পূজা কমিটির সম্মেলন ২৩ এপ্রিল, রতনপুর ইউনিয়ন পূজা কমিটির সম্মেলন ২৭ এপ্রিল, তাড়ালী ইউনিয়ন সম্মেলন ২৯ এপ্রিল। সভা শেষে নবনির্বাচিত দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল ও ভাড়া শিমলা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য বরুণ কুমার ঘোষ কে সাংবাদিকদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com