ব্রজেন দাশ : সাতক্ষীরা সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী আফসানা নাজনীন লতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদক - ২০১৯ প্রদান করা হয়। তিনি ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়। এই সফলতা অর্জনের জন্য সাতক্ষীরা সরকারি কলেজ পরিবার এর পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
আফসানা নাজনীন লতা বলেন , কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে সাফল্য পৌঁছানো সম্ভব। আমি আমার লক্ষ্যে অবিচল ছিলাম যার কারণে উপরওয়ালার অশেষ রহমতে আমি প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেছি। তিনি কলেজের নবীনদের উদ্দেশ্য বলেন বাবা-মা এবং শিক্ষকদের কথামত চলে পড়াশোনার মাধ্যমে জীবনের লক্ষ্যে পৌঁছে জাতির ভার বহন করতে হবে।
পরে আফসানা নাজনীন লতা কে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। এবং তার উজ্জ্বল ভবিষ্যতের কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com