প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২২, ৭:৩২ এ.এম
মুক্তিপণের বিনিময়ে ২০ কোটি টাকা দাবি
পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধি: মোঃ সালাউদ্দিন রুবেল।
পটুয়াখালী শহরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণ হয়েছে তার মুক্তিপণের বিনিময়ে ২০ কোটি টাকা দাবি করেছে অপহরণকারীরা।
খোঁজ নিয়ে জানা যায়, শিবু লাল দাস পটুয়াখালী পৌর শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা। তিনি শহরের একজন বিশিষ্ট ঠিকাদার, তাছাড়া ব্রিজের টোল আদায় খেয়াঘাট ইজারা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন তিনি।
রাত ৯ টার দিকে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী ফেরার পথে তিনি অপহরণের শিকার হন। দিনগত রাত ৩টার দিকে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে স্ত্রীর কাছে একটি ফোন আসে। এ সময় শিবু লালের মুক্তিপণ হিসেবে ২০ কোটি টাকা দাবি করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সোমবার রাতেই শিবু লাল দাসের ব্যবহৃত গাড়িটি আমতলী থেকে উদ্ধার করা হয়েছে। মোবাইল নম্বরে কল দিয়ে মুক্তিপণ দাবির একটি অডিও রেকর্ড পাওয়া গেছে। শিবু লাল দাসকে উদ্ধারে পুলিশের ছয়টি টিম কাজ করছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com