প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), নলতা, কালিগঞ্জ থেকে :
রাতে ঘুড়ি উড়াতে যেয়ে বালুতে পড়ে বিল্লাল হোসেন শান্ত (১৬) নামক এক কিশোরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটেছে, ১৫ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফ পন্ডিত পাড়া এলাকায়।
সকলকে কাঁন্নার সাগরে ভাসিয়ে অকালে পরপারে পাড়ি দেওয়া কিশোর শান্ত নলতা শরীফ পন্ডিত পাড়া গ্রামের বাবুর্চি বাবু কারিকরের একমাত্র সন্তান এবং মাঘুরালী গ্রামের সাবুর আলী সরদারের নাতি।
প্রাপ্ত তথ্যানুযায়ি, ১৫ এপ্রিল শুক্রবার রাতে বাড়ীর নিকটবর্তী অধ্যাপক ডা: রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড ট্রেনিং সেন্টার চত্ত্বরে বালু দিয়ে ভরাট করা মাঠে অন্য বন্ধুদের ন্যায় শান্ত ঘুড়িতে লাইট বেঁধে উপরে উড়াতে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে ৯ টার দিকে ঘুড়ির নাটাই হাতে নিয়ে উপরে ঘুড়ির সাথে লাইট জ্বলার মনোরম দৃশ্য দেখতে দেখতে পথ চলার সময় হঠাৎ বালুতে পড়ে হাঁপাতে থাকে শান্ত। সাথে থাকা বন্ধুদের আত্ম চিৎকারে পার্শ্ববর্তী লোকজন হাজির হয়ে স্থানীয় নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুরু হয় বাঁধভাঙা কান্না। একটি মাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা যেমন উন্মাদ হওয়ার উপক্রম হয়েছে। তেমনি হাঁসি-খুঁশিতে প্রাণচাঞ্চল্য থাকা শান্ত'র মৃত্যুতে তার দাদা-দাদী, অসুস্থ নানা-নানি, অন্যান্য আত্মীয়-স্বজন,শুভাকাঙ্ক্ষী তথা প্রতিবেশির আর্তনাদে নলতা শরীফ এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
১৬ এপ্রিল শনিবার বাদ যোহর নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে জানাজা শেষে বাবুর্চি বাবু কারিকরের পুত্র শান্তকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com