প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২২, ১২:৫৫ পি.এম
আজ ১৭ই এপ্রিল মুজিবনগর দিবস পালিত পটুয়াখালী জেলা আওয়ামীলীগ
মোঃ শামীম জেলা প্রতিনিধি পটুয়াখালী।
আজ ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের দলীয় কর্মসূচীর অংশ হিসেবে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং সদস্যপদ নবায়ন সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত থাকেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কাজী আলমগীর,সাধারণ সম্পাদক ভিপি আ:মান্নান, সাবেক পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনির হোসেন মৃধা, সংরিক্ষত আসনের মহিলা এমপি কাজী কানিজ সুলতানা সহ পটুয়াখালী জেলা আওয়ামীলীগ যুবলীগ ছাএলীগ এর অন্যান্য নেএীবৃন্দোগন ।
মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা
মুজিব সরকার নামে পরিচিত। ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। কিন্তু তিনি তখন পাকিস্তানে কারাগারে বন্দী। তাঁর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমেদ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে ও বিদেশে এই যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com