প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২২, ১২:৫৮ পি.এম
শ্রী শ্রী হরিগুরুচাঁদ বিপিনচাঁদ সেবাশ্রম এর মহাযজ্ঞানুষ্ঠান
গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরে শ্রীশ্রী হরিগুরুচাঁদ বিপিনচাঁদ সেবাশ্রমে শ্রীমৎ আচার্য বিপিনচাঁদ ঠাকুর এর -১৫৯তম আবির্ভাব উৎসব উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও মাতুয়া সম্মেলন ও হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (-১৯ এপ্রিল) নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল -৫.৩০মিঃ মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস, হরিনাম সংকীর্তণ ও প্রার্থনা।
সকাল -৬টা প্রভাতী কীর্তন ও শ্রীশ্রী হরিলীলামৃত পাঠ। -৭.৩০ মিঃ নগর কীর্তন। -৮.১৫ মিঃ ঠাকুর স্নান। -৯.৩০ মিঃ ঠাকুরের পূজার্চনা (হরি সঙ্গীত ও মহাসংকীর্তন।
সকাল -১০ টা মঙ্গল শোভাযাত্রা । বেলা -১.৩০মিঃ মৎস্য অবমুক্তি । বেলা -২টা থেকে -৫টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ। বৈকাল -৬.১৫ মিঃ সন্ধ্যারতি ও মহাসংকীর্তন। সন্ধ্যা ০৭.০১মিঃ মতুয়াদর্শন এর উপরে আলোচনা ও হরিসংগীত এবং মহাসংকীর্তন পরিবেশন। রাত -১১ টা হরিযাত্রা/ অশি^নীযাত্রা।
এ ব্যাপারে শ্রীশ্রী হরিগুরুচাঁদ বিপিনচাঁদ সেবাশ্রম এর সভাপতি অধ্যাপক সদানন্দ গাইন বলেছেন,প্রতি বছরের ন্যায়ে আমরা এ বছরও শন্তিপূর্ণভাবে অনুুষ্ঠান পরিচালনা করতেছি এবং স¦াস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করে মন্দিরে শুভাগমন ও সকলের সুস্থতা কামনা করি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com