হাজী জাহিদঃ নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জোরপূর্বক সম্পত্তিত দেয়াল নির্মাণ গাছপালা কর্তন ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে ০৭/০৫/২২ তারিখ শনিবার সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় লিটন মিয়া( ২৬) পিতা বাচ্চু মিয়া নাঈম (৪০) আসাদ মিয়ার নাতিন জামাই ,আসাদ মিয়া (৬০)পিতা-মৃত সিরাজ মিয়া, নাসিমা বেগম (৪০) পিতা আসাদ মিয়া, মুসলিমা বেগম (৩৬) তারা মিলিত ভাবে বহিরাগত সন্ত্রাসীদের কে নিয়ে শনিবার দিন সকালবেলা আনুমানিক ১১ টার দিকে অন্যের জমিতে অনাধিকার প্রবেশ করিয়া দেয়াল নির্মাণ করতে থাকে এসময় তারা ছোট-বড় প্রায় ২০ টি চারা গাছ কাটেন বলে ভুক্তভোগী পরিবার জানান। এই জমিটি নিয়ে আদালতে দেওয়ানী মামলা চলছে বলে বাদী হোসেন মিয়া ৫৫ পিতা-মৃত সিরাজ মিয়া জানান, হোসেন মিয়ার স্ত্রী নাজমা বেগম জানান লিটন মিয়ার নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে এবং লাঠিসোটা নিয়ে আসে আমরা ভিডিও করা শুরু করলে আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে এবং তারা দেয়াল নির্মাণ করে আমরা তাদের অত্যাচার থেকে রক্ষা পেতে ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে আমাদেরকে রক্ষা করে এবং দেয়াল নির্মাণে বাধা দেয়। অভিযোগের বিষয়ে ঘটনাস্থল সাংবাদিকরা গেলে লিটন মিয়াসহ অন্যদেরকে পাওয়া যায়নি। হোসেন মিয়া তার পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা ও জমি দখল যাতে না করতে পারে এ জন্য সু বিচার চেয়েছেন পুলিশ সুপার জেলা প্রশাসনের কাছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com