প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২২, ১২:৩৫ পি.এম
পিরোজপুরে ১০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, ৪ জন ব্যবসায়ীকে জরিমানা।
গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের নাজিরপুরে সাড়ে প্রায় ১০হাজার লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীরামকাঠী বন্দরে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়। এসময় ওই বন্দরের ৪ ব্যবসায়ীকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল-মামুনের নেতৃত্বে ওই বন্দরের এমএম ট্রেডার্সে অভিযান চালিয়ে ওই দোকানের গোডাউনে থাকা ৩৭ ব্যারেল অবৈধ সয়াবিন তেল এবং একই বন্দরের আশা ট্রেডার্সে অভিযান চালিয়ে ১৪ ব্যারেল অবৈধ সয়াবিন তেল জব্দ করেন। এ সময় এমএম ট্রেডার্সের মালিক সুশিল কুমার মন্ডলকে ১৫ হাজার টাকা এবং আশা ট্রেডার্সের মালিক মো. মতিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অতিরিক্ত দামে তেলল বিক্রির দায়ে ওই বন্দরের অরুল শীল ৪ হাজার টাকা ও বিজয় মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আল মামুন জানান, এর আেেগ ওই দিন দুুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই সব দোকানে ওই অবৈধ তেল থাকার তথ্য পান। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোট ১০হাজার ৪শত লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com