বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বাড়ানোসহ ১০ দফা দাবিতে রাজধানীর শেওড়াপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে শেওড়াপাড়ায় আলফা ইউনিট ১ ও ২ লিমিটেড এর পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। সেখানকার কয়েকটি গার্মেন্টস থেকে শ্রমিকরা নেমে রাস্তায় অবস্থায় নেন এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
একইভাবে কয়েকদিনের ধারাবাহিকতায় বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবি আদায়ের অংশ হিসেবে রাজধানীর কালশীতে সড়ক অবরোধ করে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা। পরে মালিকপক্ষের আশ্বাস ও পুলিশের অনুরোধে উঠে যান শ্রমিকরা।
তবে সর্বশেষ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেওড়াপাড়ার সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছে বলে জানা গেছে।
মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির জানান, আমরা মালিকপক্ষকে ডেকে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিতে বলেছি। বলা হয়েছে, বিক্ষোভ ও আন্দোলন যদি করতেই হয় তাহলে কারখানা ও প্রতিষ্ঠানের ভেতরে করতে হবে। জনসাধারণের চলাচলে বাধা, জনশৃঙ্খলা ও জননিরাপত্তায় বাধা দেয়া যাবে না।
শেওড়াপাড়ায় বিক্ষোভে অংশ নেয়া আলফা ইউনিট-১ লিমিটেডের পোশাক শ্রমিক বলেন, চেয়ারম্যান আমাদের কথা দিয়েছিলেন দাবি-দাওয়া মানবেন কিন্তু কথা অনুযায়ী কাজের মিল পাইনি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।
আন্দোলনের পাশাপাশি শ্রমিকরা ১০ দফা দাবি দিয়েছেন। দাবিগুলো হলো-
১. তিন গ্রেডের অপারেটরের বেতন ১২ হাজার টাকা করতে হবে;
২. বেসিক ঠিক করতে হবে;
৩. ওভারটাইমের হার ঠিক করতে হবে;
৪. হাজিরা বোনাস ৬০০ টাকা করতে হবে;
৫. টিফিন বিল কমপক্ষে ৪০ টাকা করতে হবে;
৬. আয়রনম্যান পদে কর্মরতদের গ্রেড ৩ করতে হবে;
৭. ছুটির সব টাকা একসঙ্গে দিতে হবে;
৮. দাবি আদায়ের আন্দোলনে অংশ নেয়া কাউকে বরখাস্ত করা যাবে না;
৯. ৬ মাস ডিউটির পর মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এবং
১০. পূর্ববর্তী সময়ে দেয়া কথা অনুযায়ী পার্শ্ববর্তী অন্যান্য গার্মেন্টসের মতো সরকারি হিসেবে বেতন-ভাতা নির্ধারণ ও তা চালু করতে হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com