কোন এক জঙ্গলের একটা হাতি আর একটা কুকুর একই দিনে গর্ভবতী হলো তিন মাস পর কুকুরটি ছয়টি বাচ্চার জন্ম দিলো 🐶🐶। কয়েকমাস পর কুকুরটি আবার গর্ভবতী হলো এবং আবারও ৬ টি বাচ্চা হলো 😌। তারপর কিছুদিন পর কুকুরটা একই ভাবে গর্ভধারণ করলো এবং বাচ্চা হবার সময় ঘনিয়ে এলো। দু'বছরের কাছাকাছি সময়ে কুকুরটি হাতির কাছে গিয়ে প্রশ্ন করলো, "তুমি কি আসলেই গর্ভবতী🤔?" আমরা একই তারিখে গর্ভবতী হলাম, এর মাঝে আমি এক ডজন জন্ম দিয়েছি🐶🐶 এবং তারা এখন বড়ও হয়ে গেছে। যে কোনদিন হয়তো আবারও আরো কয়েকটা জন্ম হবে, আর তুমি করছোটা কি? 🐕🐩🤔
হাতি উত্তর দিলো, "শোনো, আমি ডজন ধরে বাচ্চার জন্ম দেই না, যার দিকে কেউ ফিরেও চাইবে না, আমি হাতির জন্ম দেই🐘❤। দুই বছরে মাত্র একটা। কিন্তু যখন আমার বাচ্চা মাটিতে পড়ে তখন পৃথিবী তার কম্পন অনুভব করে। আমার বাচ্চা যখন হাঁটে, তখন আর সব প্রাণী তার রাস্তা ছেড়ে দেয়, তার দিকে চেয়ে থাকে আর প্রশংসা করতে থাকে💪❤...
বড় কিছু আসতে তো একটু বেশী সময় লাগবেই...
***অন্যের দ্রুত সাফল্য দেখে হতাশ হবেন না🙌😔 কিংবা হিংসাও করবেন না🙅♂️😴🚮। আত্মবিশ্বাসী হন, বড় সাফল্য আসতে একটু বেশী সময় লাগবেই...
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক Hasan Hafizur Rahman
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com