প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২২, ৯:৩৪ পি.এম
মুক্ত পেল মিমি-রাজিতের নতুন গানচিত্র ‘প্রেম
জাকির হোসেন আজাদী: কণ্ঠশিল্পী সাফিকা নাসরিন মিমি ও তানিম হায়াত খান রাজিত দ্বৈতকণ্ঠে নিয়ে এলেন নতুন গানচিত্র ‘প্রেম’। শিরোনামের গানটির কথা লিখেছেন কবি হায়াত কামাল। মেলোডি সুরের গানটির সঙ্গীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।
ঢাকার অদূরে সোনারগাঁও রাজবাড়িতে সম্প্রতি গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানচিত্রটি পরিচালনা করেছেন সাফিকা নাসরিন মিমি।
গানটির সুর সম্পর্কে রাজিত বলেন, কবি হায়াত কামালের দারুণ রোমান্টিক লেখার সাথে মিলিয়ে একটা স্লো মেলোডি সুর ডিমান্ড করছিল। সে অনুযায়ী গানটির সুর তৈরি করা হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতাদের এই মৌলিক গানটি ভালো লাগবে।
নির্মাতা মিমি বলেন, গানটি রোমান্টিক হলেও চিত্রায়নে নতুনত্ব রয়েছে। নাটকীয়ভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে সিম্পলের উপর। আশা করি, গানচিত্রটি সবার ভালো লাগবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com