“ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরে পালিত হয়েছে ভূমি সেবা সপ্তাহ- ২০২২।
আজ সোমবার (২৩ মে) দুপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান- এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্স শেষে বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজস্ব প্রশাসনের শ্রেষ্ঠ কর্মকর্তা/ কর্মচার্রীদের পুরস্কার বিতরণ করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, বিশেষ অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব মোঃ ইব্রাহিম খান, সম্মানিত অতিথি ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার-১ (উপসচিব) জনাব মোঃ রেজাউল কবীর, জোনাল সেটেলমেন্ট অফিসার, রংপুর জনাব মোঃ আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ ডব্লিউ এম রায়হান শাহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com