হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে বিআরডিবির আওতাধীন কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিঃ এর ২০২০-২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মে) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আহবায়ক কমিটির সদস্য সুবীর ঘোষের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের জুনিয়র অফিসার মেহেদি হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এ সময় তিনি সমবায়ীদেরকে গতানুগতিক ধারা পরিবর্তন করে আরো উদ্যোগী হওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সম্পাদক এস এম গোলাম ফারুক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এসএম শাহাদাত হোসেন, ইউসিসিএ লিঃএর সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, সাবেক সভাপতি ডাক্তার আব্দুল কাদের, জিএম লুৎফর রহমান, আবুল কালাম প্রুমখ।
২০২০-২১ সালের বার্ষিক প্রতি্েদন পাঠ করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম। প্রতিবেদন পাঠকালে তিনি বলেন,আমাদের ব্যাংক ঋণের উপর খেকে নির্ভরশীলতা কমাতে হবে। বিগত বছরে সমিতির নিজস্ব তহবিল হতে সমবায়ীদেরকে ৭০ লক্ষ টাকা ঋণ দেয়া হয়েছিল। যা বৃদ্ধি হয়ে চলতি বছরে ১ কোটি ৭০ টাকা হতে যাচ্ছে।এবং আবর্তক কৃষি ঋণ ১ কোটি থেকে বৃদ্ধি করে ১ কোটি ৭০ লক্ষ টাকা করা হয়েছে। সে ক্ষেত্রে ঋণের লভ্যাংশের হার শতকরা ১৫ ভাগ থেকে থেকে ১১ ভাগে নেমে আসবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com