গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,যুবলীগ নেতা আক্তারুজ্জামান নিজামকে হয়রানির উদ্দেশ্যে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। জেল হাজতে থাকাকালীন বরগুনা জেলার পাথরঘাটা থানার জিআর ২৩৪/২১ নং মামলায় র্যাব -৮ কর্তৃক তাকে শ্যোন এ্যারেস্ট দেখানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ মে (শুক্রবার) বিকাল সাড়ে তিনটায় উপজেলা আওয়ামীলীগ অফিসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগ নেতা প্রভাত রায় প্রিন্স।
এ সময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলন, মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ - সভাপতি মারুফ হোসেন,পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মল্লিক, পৌর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহেল শেখ,সাপলেজা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সওগাতুল আলম সুমন,ছাত্রলীগ নেতা প্রনয় হাওলাদার বিকি,সোহেল রানা,শাকিল আহমেদ অলি,বেলাল আহমেদ খান,শাহিন জোমাদ্দার, মুশফিকুর রহিম,ফোরকান হোসেন,রফিক লাবু,আরবিন রাজু প্রমুখ।
লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতা প্রভাত রায় প্রিন্স বলেন,মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান নিজামকে মঠবাড়িয়ার চিহ্নিত রাজনৈতিক ষড়যন্ত্রকারী কর্তৃক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পরবর্তীতে আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় জামিন আবেদন করলে জিআর ৪০৮/২১ নং মামলায় আদালত তাকে জামিন না মঞ্জুর করেন। তিনি বর্তমানে পিরোজপুর জেলা কারাগারে আছেন।অত্যান্ত দুঃখজনক বিষয় হলো, কারাগারে থাকা অবস্থায় আমরা জানতে পারি এই ষড়যন্ত্রকারীরা র্যাব -৮ কে ব্যবহার করে পাথরঘাটা থানার একটি মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখায়।যার মামলা নং-১৬ তারিখ-২৭/১১/২০২১ জিআর নং-২৩৪/২১।আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আক্তারুজ্জামান নিজাম মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী, মাননীয় প্রধানমন্ত্রীর সকল ভিশন বাস্তবায়নের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছেন।বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন ১/১১ এর সময় সহ সকল গনতান্ত্রিক আন্দোলনে তিনি উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করার চেষ্টা করেছেন।
আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি - অনতিবিলম্বে এই ষড়যন্তমূলক মিথ্যা মামলা থেকে তাকে অব্যহতি দেওয়া হোক।অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করা হবে।
লিখিত বক্তব্যে পরবর্তী কর্মসূচিরও ঘোষনা দেওয়া হয়।কর্মসূচির মধ্যে রয়েছে ৪ জুন মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ,৫ জুন মানববন্ধন ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com