প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ১১:৫০ পি.এম
পিরোজপুরের ইন্দুরকানীতে ট্রলারের ধাক্কায় লোহার পুল ভেঙে চৌচির।।মানুষের কল্যাণে প্রতিদিন
গাজী এনামুল হক (লিটন)
ইন্দুরকানীর ২১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডোবা ভরাটের বালু নিয়ে আসার সময়ে মধ্য ইন্দুরকানী ও মধ্য কালাইয়া দুই পাড়ের সংযোগ পুলে এ দূর্ঘটনা ঘটে। পুলটি ভেঙে চৌচির হওয়ায় বর্তমানে ঐ পুল থেকে লোক চলাচল বন্ধ আছে।
গত সোমবার জোয়ারের পানিতে ভেসে আসা ট্রলারটি দুই পাড়ের সংযোগ পুলে সজোরে ধাক্কা দেয়। এতে পুলের মাঝের অংশ ট্রলারের মাথার উপরে রয়ে যায়। দুই পাড়ের দুই অংশ দাঁড়িয়ে আছি কিন্তু মাঝের অংশ ট্রলারে।
স্থানীয় লোকজন অভিযোগ করে জানান, মধ্য ইন্দুরকানীর ঐ পুলটি একসময় কাঠের পুল ছিলো। পরে কাঠের পুলের গঠনের উপর স্লিপার বসিয়ে বানানো হয় স্লিপার পুল। সেই অবস্থায় ওই পুলটি কয়েকবার ভেঙে পড়েছিল। পরে তা কোন রকমে সংস্কার করে সেই স্লিপার গঠনের উপর ঢালাই দিয়ে তৈরি হয় লোহার পুল ( ঢালাই স্লাব )। যেকারণে দুই পাড়ের মাঝামাঝিতে অবস্থিত ওই গুরুত্বপূর্ণ পুলটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিলো। পুলটি ভেঙে যাওয়ার কারণে স্কুলের ছাত্র ছাত্রীসহ স্থানীয় লোকজন চরম ভোগান্তিতে পরে। পরে তারা নৌকা যোগে পারাপার শুরু করে।
৪নং ওয়ার্ডের মেম্বার শাহাদাৎ ফকির জানান, পুলটি নির্মাণের জন্যে উপজেলা চেয়ারম্যান ও ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। তারা অতি শীঘ্রই পুলটি নির্মাণের জন্য বরাদ্দ দেবেন এমন আশ্বাস দিয়েছেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com