আজ পিতৃ দিবস উপলক্ষে সকল বাবা দের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।তোমরা আছো তাই আমরা আছি, এভাবে সাথে থেকো, এভাবেই পাশে থেকো।আমার বাবা আমার এমন একটা শক্তি যার কথা বলতে গেলে দিন থেকে রাত আর রাত থেকে দিন হয়ে যাবে। আমরা সত্যি কোনোদিন বাবাকে নিয়ে একটু বিশেষ ভাবে ভাবিনা, কোনোদিন বোঝার চেষ্টা করিনা। তবে এটুকু জেনেছি, তোমাকে বুঝবার ক্ষমতা আমার নেই। আমার বোঝার ক্ষমতা নেই যে তোমার ত্যাগ গুলো কি কি বা কোথায় কোথায় তোমার ত্যাগ আছে আমাদের জন্য সেটা আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা মনে রাখিনা। তবে আমার বাবা আমার এক শক্তি। আমার বাবা আমার মাথার ছাদ। আমার বাবা আমার বর্ষার ছাতা আর আমার বাবা আমার শীতকালের কাঁথা।বাবা এমন একজন,যিনি সারা জীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যে,উদয়াস্ত পরিশ্রম করে যান।নিজের সব খুশি অবধি বিসর্জন দিয়ে দেন বাবা। আজ এই বৃষ্টির দিনে শারীরিক অসুস্থ নিয়ে তোমাকে খুব বেশি মিস করছি সাথে মা কেও খুব মিস করছি। বাবা তুমি আছো বাড়িতে আমি আছি ঢাকাতে তবুও মনটা যে তোমার কাছে। তুমি আমার গর্বিত বাবা, তোমার মতো বাবা পেয়ে আমি ধন্য।আজ বাবা দিবস তাই বিশ্বের সব বাবাকে জানাই হাজার সালাম।আমার বাবা আমার ভালবাসা। আমার বাবা আমার অহংকার।মহান রাব্বুল আলামিন আমার বাবাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন,আমিন।
মোঃ কবির নেওয়াজ রাজ
এমএসএস'রাষ্ট্রবিজ্ঞান,সিসি'জার্নালিজম,এলএলবি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com