প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২২, ৪:৩৭ পি.এম
গলাচিপা উপজেলা পরিষদের ১ম চেয়ারম্যান মোঃ মানিক মিয়া গুরুতর অসুস্থ”
মোঃ শামীম পটুয়াখালী।
মোঃ মানিক মিয়া ১৯৫১ সালে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে পটুয়াখালী জেলাার লতিফ মিউনিসিপাল সেমিনারি বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭০ সালে পটুয়াখালী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন ১৯৬৮-৬৯ সালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। (শাজাহান ফারুকী ও জহরলাল সরকার কমিটি) ১৯৬৯ এর গণঅভ্যুথান এবং ৭০ সাধারণ নির্বাচন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন পরবর্তী বঙ্গবন্ধুর সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের নির্দেশনা অনুযায়ী বৃহত্তর চরকাজল ইউনিয়নের সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে চরবিশ্বাস ইউনিয়নে মুক্তিযোদ্ধারদের ক্যাম্প পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।
১৯৮৬ সালে চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬ সালে গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘ প্রায় ২৫ বছর গলাচিপা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে গলাচিপা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তার বাবা ও ভাই ছিলেন বৃহত্তর চরকাজল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। তার রাজনৈতিক জীবনে সবসময়ে ন্যায়ের পথে থেকে তিনি গলাচিপা উপজেলার একজন গ্রহণযোগ্য ও ত্যাগী আওয়ামীলীগার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর বিরুদ্ধে দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতার কোন অভিযোগ নেই।বর্তমানে তিনি শারীরিক ভাবে মারাত্বক অসুস্থ। তিনি নিউরোলোজি সহ নানারকম শাররিক সমস্যায়
ভুগছেন। চলাফেরায় তিনি অক্ষম হয়ে পড়েছেন। তার পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com