প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২২, ৯:০৭ এ.এম
পোল্ট্রি ফিডের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারীদের মানববন্ধন ও স্মারক লিপি।।মানুষের কল্যাণে প্রতিদিন
শেখর স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি,
পোল্ট্রি ফিডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্বরূপকাঠিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পোল্ট্রি মালিক এসোসিয়েশন। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সামনের সড়কে অনুষ্ঠিত ওই মানববন্ধনে কয়েক’শ প্লোট্রি খামারী অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন,শাহ মো.বখতিয়ার, মিয়া মো. আব্দুল ওহাব, মো. নাসির উদ্দিন তালুকদার, মহসিন উদ্দিন, এসএম সিদ্দিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন দেশে অস্বাভাবিকভাবে পোল্ট্রি ফিডের দাম বেড়েই চলছে। গত এক বছরে একবস্তা (৫০ কেজি) ফিড ১ হাজার ৯৪০ টাকা থেকে ১৩ দফা বেড়ে বর্তমানে ২ হাজার ৮৪০ টাকায় বিক্রি হচ্ছে। দফায় দফায় ফিডের মূল্য বৃদ্ধির ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছে। প্লোট্রি ফিডের দাম না কমালে এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে না । দেশের বিভিন্ন অঞ্চলের মাংস ও ডিমের চাহিদা পুরনকারি স্বরূপকাঠির এ পোল্ট্রি শিল্পকে বাঁচিঁয়ে রাখতে প্রধানমন্ত্রী ও মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা
করেন বক্তারা। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com