কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সামছু ওরফে বার্মায়া সামছু নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে টেকনাফ হ্নীলা ইউয়নের লেদা এলাকায় তাকে নিয়ে ইয়াবা উদ্ধারে গেলে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস এ তথ্য জানিয়েছেন। নিহত সামছু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি হ্নীলা পশ্চিম সিকদা পাড়ায়।
পুলিশ জানায়, রবিবার সামছুকে আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার কাছে ইয়াবা সংরক্ষিত আছে। পরে রাতে তাকে নিয়ে পুলিশের একটি দল টেকনাফের লেদা চেকপোস্টে ইয়াবা উদ্ধারে গেলে সামছুর দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও ৪০ রাউন্ড গুলি চালায়। পরে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সামছুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এএসআই রাসেল, মো. ফয়েজ ও মো. আমির নামক তিন পুলিশ সদস্য আহত হয়েছে। হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি বলেন, ইয়াবা অভিযানে গোলাগুলিতে এক শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, দু’টি আগ্নেয়াস্ত্র এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশ কক্সবাজার মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com