প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০১৯, ৫:১৩ পি.এম
মুস্তাফিজ আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০১৮ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে। আর দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ দল থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে এই দলে জায়গা করে নিয়েছেন টাইগার তারকা মুস্তাফিজুর হমান।
আইসিসির ওয়েবসাইটে মুস্তাফিজ সম্পর্কে বলা হয়েছে, ২০১৮ সাল অসাধারণ কেটেছে বাংলাদেশি এই ফাস্ট বোলারের। ২১.৭২ গড়ে তুলে নিয়েছেন ২৯টি উইকেট। এশিয়া কাপে তার দখলে ছিল ১০টি উইকেট, যা রশিদ খান ও কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। বলের দুই পাশেই তার সুইং করার ক্ষমতা রয়েছে। সেই সঙ্গে তার স্লোয়ারগুলো তাকে ওয়ানডেতে সেরা বোলার বানিয়েছে। গেল বছর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই দল ঘোষণা করেছে আইসিসি। এর নেতৃত্বে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার এই দলে জাসপ্রিত বুমরাহর সঙ্গে পেস বোলিং আক্রমণ শানানোর দায়িত্বে রয়েছেন মোস্তাফিজ। বর্ষসেরা এই একাদশে জয়জয়কার ইংলিশ ও ভারতীয় ক্রিকেটারদের। সবোর্চ্চ ৪ ক্রিকেটার করে স্থান পেয়েছেন ইংল্যান্ড ও ভারত থেকে। একজন করে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের। প্রকৃতপক্ষে, ২০১৮ সালটা স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। ক্রিকেটের ৩ ফরম্যাটেই সাফল্য এসেছে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে বছরটি ছিল টাইগারদের জন্য সোনায় সোহাগা। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও আলোচিত ছিলো বছরটি। বিশেষ করে বাংলাদেশ পেস সেনশেসন মোস্তাফিজুর রহমানের জন্য। এর স্বীকৃতিস্বরূপ পুরস্কারও হাতেনাতে পেলেন তিনি। বিভিন্ন ক্রীড়া ম্যাগাজিন ও ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোরও বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন এই ক্রিকেট তারকা। আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ ১. রোহিত শর্মা (ভারত) ২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) ৩. বিরাট কোহলি (অধিনায়ক-ভারত) ৪. জো রুট (ইংল্যান্ড) ৫. রস টেলর (নিউজিল্যান্ড) ৬. জশ বাটলার (উইকেটরক্ষক-ইংল্যান্ড) ৭. বেন স্টোকস (ইংল্যান্ড) ৮. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৯. রশিদ খান (আফগানিস্তান) ১০. কুলদ্বীপ যাদব (ভারত) ও ১১. জাসপ্রিত বুমরাহ (ভারত)।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com