দ্বিতীয় বারের মতো সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন বদিউল আলম খোকন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে বিজয়ী হয়ে আবার তারা সমিতির দায়িত্ব নিতে যাচ্ছেন।
শনিবার (২৬ জানুয়ারি) তাদেরকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু।
এর আগে শুক্রবার (২৫ জানুয়ারি) ঢাকার তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসির) পরিচালক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয় কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন। সকাল ৯টায় শুরু হয়ে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। সারারাত ভোট গণনা শেষে সকালে ফলাফল ঘোষণা করা হয়।
এবার ভোটার ছিলেন ৩৬২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩১৯ জন। বাতিল হয়েছে ১৯টি ভোট। মোট বৈধ ভোট গণনা হয়েছে ৩০০টি। সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৮৩ ভোট। সহ-সভাপতি পদে মনতাজুর রহমান আকবর ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতাদের সংগঠনটির ২০১৯-২০ মেয়াদের নির্বাচনে দুটি পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করে। বেশিরভাগ প্রার্থীই গুলজার-খোকন পরিষদ থেকে জয় পেয়েছেন। বিপরীত পক্ষে লড়েছেন বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী পরিষদ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com