টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা থেকে ১০ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে (২০২১-২০২২) শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফটোগ্রাফী প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) সকালে প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল বাছেদ সরকার, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, যায়যায়দিনের সাংবাদিক অধ্যাপক আখতার হোসেন খান, লোকমান ফকির মহিলা কলেজের প্রভাষক শামসুল হক সবুজ, নাসরিন সুলতানা, সাংবাদিক কোরবান আলী তালুকদার প্রমুখ।
এছাড়া ভূঞাপুর ব্লাড ব্যাংক গ্রুপের সভাপতি মীর সাইফুল্লাহ রাব্বী অনিক, সম্পাদক বাপ্পী হোসাইন, যমুনা পাড়ের জনগন গ্রুপের সাধারণ সম্পাদক আল আমিন সানি, ঘুড়ি ফাউন্ডেশনের ইমরান হোসাইন, আল-আমিন সরকার, ইকরাম হোসাইন সৌরভ, হাবিবুর রহমান, আসমাউল হুসনা, সাব্বির আহমেদ, প্রতিভা ছাত্র সংগঠনের যুগ্ম সম্পাদক নাঈম হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক আরিফ হোসেন, কার্যকরী সদস্য সিয়াম তালুকদার, সদস্য রুমন, ঐশি, মোঃ শামীম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন- প্রতিভা ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আমিনা ইসলাম লিপি।
এবছর ভূঞাপুর উপজেলা থেকে বিভিন্ন মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ১০ জন শিক্ষার্থী হলো- মোঃ আঃ রাজ্জাক ঢাকা মেডিকেল কলেজে, আরিফ মিয়া রাজশাহী মেডিকেল কলেজে, মঞ্জুরুল হাসান সিহাব ঢাকা মেডিকেল কলেজে, তাজু শেখ এম এ জি ওসমানী মেডিকেল কলেজে (সিলেট), পবন চন্দ্র বর্মন রংপুর মেডিকেল কলেজে, মোঃ মশিউর রহমান খান ময়মনসিংহ মেডিকেল কলেজে (ডেন্টাল ইউনিট), সাদিয়া মারফি হাফসা মোঃ আব্দুর রহিম মেডিকেল কলেজে (দিনাজপুর), নুসরাত ইসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে (ঢাকা), মোঃ শাকিব হোসেন শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে (বরিশাল) ও তানজিল ইসলাম সারা কর্নেল মালেক মেডিকেল কলেজে (দিনাজপুর)।
ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থী মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমি খুব খুশি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।
মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থী সাদিয়া মারফি হাফসা বলেন, ডাক্তারি একটা মহান পেশা। আমি পড়াশুনা শেষ করে যেন মানুষের সেবা করতে পারি। সবাই দোয়া করবেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com