ফরিদুল কবিরঃ সাতক্ষীরার কালিগঞ্জে কবির হোসেন (২৯) নামের এক চাওয়ালা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় প্রশংসায় ভাসছেন। প্রতিদিন বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, মাদ্রাসার ছাত্রদের ফ্রি চা দিয়ে আপ্যায়ন করায় তাকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শেণীর মানুষেরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর পাঁকার মোড় ওয়াপদা বাজারে কবির টি ষ্টোর নামে চায়ের দোকানে। তার এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ছলিমউল্লাহ কারিকরের ছেলে। এলাকাবাসী জানান, গত ১০ বছর ধরে নাজিমগঞ্জ বাজারে ব্যবসার পর বসন্তপুর পাঁকার মোড়ে দোকান ভাড়া নিয়ে চায়ের ব্যবসা করছেন। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কবিরের দোকান খোলা থাকে। এলাকায় সকল শ্রেণী পেশার মানুষের সাথে রয়েছে তার গভীর সম্পর্ক। তার কেনাবেচাও ভালো। তবে শুক্রবারে একটু বেশি হয়। সামান্য একজন চা দোকানির মনের উদারতা ও মহানুভবতার উদাহরণ দেখে অনেকেই মুগ্ধ। তার এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসী সাধুবাদ জানায়। গতকাল সন্ধ্যায় সরেজমিনে তার দোকানে গিয়ে দেখা গেছে, বসন্তপুর শাহী জামে মসজিদের মুয়াজ্জিন অন্ধ হাফেজ শাহাদাত হোসেন চা পান করছেন। তার পিছে একটি ব্যানার টানানো। তাতে লেখা আছে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, মাদ্রাসার ছাত্রদের দিনে এক বার চা ফ্রি। চাওয়ালা কবির হোসেন বলেন, আলেম-উলামাদের মর্যাদা অনেক। তাদের সম্মান করতে আমার ভালো লাগে। তাই এই উদ্যোগটি নিয়েছি। এখন আমাকে দেখে অনেকেই প্রশংসা করেন। তখন সত্যিই আমার খুব ভালো লাগে। এ ব্যাপারে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন, কবির হোসেন একজন ধর্মভীরু বা উদার মনের মানুষ। তার দোকানে এই উদ্যোগের বিষয়টি শুনেছি। তাকে আমি সাধুবাদ জানাই।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com