গুড়গুড়ি পেটটায়,
শুড়শুড়ি শরীরে।
চুলচুলি মুখটায়,
টলমল আঁখি রে।
কি শুনি কি বলি,
কি দেখি লিখিরে।
ভাবি এক হয় এক,
দৃশ্য পট রে!
শিশুহাতে তলোয়ার,
মামা মোয়া ভাজে রে।
গৃহিণীরা খামারি,
কর্তারা রাঁধে যে!
নওজোয়ান বৃদ্ধ,
আঙুল চুষে রে।
কৃষাণীরা মাছ ধরে,
জেলে তাঁত বুনে রে।
কোকিলা কন্ঠে,
বাজখাঁই সুর যে।
ইতিহাস নববধূ,
ঘোমটায় ঢাকা সে।
রাজা গেছে তীর্থে,
মন্ত্রী ছুটিতে।
প্রজারা বানভাসি,
বৈরী হাওয়া রে!
কি হতে কি হলো,
মূক কথা কয় রে!
অদ্ভুত কান্ড,
বক্তারা বোবা যে!
মিসকিন দাতা আজ,
ধনী ভিখ মাগে যে।
শয়তানও লজ্জিত,
মানবতা কাঁদে যে!
দু'পাতা বিদ্যেয়,
জ্ঞানপাপী ভৃত্য!!
পাঠকের হাতেখড়ি,
কবিতার মৃত্যু।
লেখিকাঃ মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকা ও ইউটিউব চ্যানেলের উপস্থাপিকা প্রভাষক শিরিন সাদী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com