প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০১৯, ১০:২৫ এ.এম
(দুদক) আইন শাখার মহাপরিচালকসহ চারজনকে তলব করা হয়েছে।
টাকা আত্মসাৎ অভিযোগসহ ৩৩ মামলায় ভুল একজন আসামিকে তিন বছর কারাগারে রাখায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন শাখার মহাপরিচালকসহ চারজনকে তলব করা হয়েছে। এজন্য আগামী রোববার তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। একই সঙ্গে ভুল আসামিকে কেন মুক্তি দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।তলবপ্রাপ্ত চারজন হলেন দুদকের মহাপরিচালক, মামলার তদন্ত কর্মকর্তা, স্বরাষ্ট্র ও আইন সচিবের দুজন কর্মকর্তা। এছাড়া ভুল ওই আসামির নাম জাহালম। তার বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হলেও মূল আসামি অন্যজন। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য উঠে আসে।জানা গেছে, আবু সালেকের (মূল আসামি) বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন এবং আদালতে হাজিরা দিয়ে চলেছেন এই জাহালম। তিনি পেশায় পাটকলশ্রমিক। টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া গ্রামে বাড়ি ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই।এদিকে ভুক্তভোগী জাহালমের কারাবাসের তিন বছর পূর্ণ হবে আগামী ৬ ফেব্রুয়ারি। দুদক এখন জানাচ্ছে, জাহালম নিরপরাধ প্রমাণিত হয়েছেন। তদন্ত করে একই মত দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনও। ফলে একটি মামলায় তার জামিন হয়েছে। তবে আরও ৩২টি মামলায় জামিন পাওয়ার অপেক্ষায় তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com