প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৭:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২২, ৪:৩৭ পি.এম
গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে সংর্ঘষে নিহত ১ গ্রেফতার ৫
ইশরাত মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে রনি ভূইয়া বাহিনীর হামলায় মো. নুরু খাঁন (৬০) নামের একজন নিহত হয়েছে। এ সময় নরু খাঁনের ছেলে নোমান ও ভাতিজা রাসেল সহ ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সোমবার রাতে উপজেলার চরকাজল ইউনিয়নের মুজিব নগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মঙ্গলবার সকালে ৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার চর কাজল ইউনিয়নের বড় শিবা গ্রামের রনির বাবা মন্নান ভূইয়ার সাথে নুরু খাঁনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সোমবার রাতে ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার মুজিব নগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ফেলে রনি ও তার বাহিনীর সদস্যরা নরু খাঁনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় নরু খানের ডাক চিৎকারে ছেলে নোমান (১৮) ও ভাতিজা রাসেল(২০) তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তিন জনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নুরু খানকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনার আগেই ঘটনা স্থলে মারা যায়। আহত বাকি দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা হাসপাতালে চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সকালে নিহতের ছেলে সুমন খাঁন বাদী হয়ে রনি ভূইয়াকে প্রধান আসামী করে ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ে করে। গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মামলার ৫ জন আসামী সুমন সর্দার (২২), জুয়েল খান (২২) আমীর হোসেন ভূট্ট ফরাজী (৫০), ফরিদ বেপারী(২৫) নুরনাহার (২৭) কে গ্রেফতার করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, এঘটনায় ৩০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com