ঢাকা ২৯ জানুয়ারি ২০১৯: রাজধানীর মুগদা হাসপাতালে দুই সাংবাদিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতালে রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরাপার্সন নাজমুল হোসেন সায়মনের ওপর হামলা ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করা হয়। এ ঘটনায় মুগদা থানায় একটি জিডি করা হয়েছে। হাসপাতালের ওয়ার্ড বয় আসিফ ও তার সহযোগিরা এ হামলা চালায়।
উল্লেখ্য, রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বেসরকারি টিভি আরটিভির দুই সাংবাদিক। মঙ্গলবার দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে বলে জানাগেছে।
সাংবাদিকদের ওপর হামলার ভিডিও চিত্রে দেখা গেছে হাসপাতালের সামনে গেঞ্জি পরিহিত এক যুবক সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে বাঁধা দেয়। এ সময় তাদেরকে ঠেলে আরটিভির গাড়িতে উঠিয়ে দেয় এবং তাদেরকে লাঞ্ছিত করেন।
বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিনিয়ত দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছেই। দেশকে দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে সাংবাদিক নির্যাতনমুক্ত একটি আগামির বাংলাদেশ আশা করছে বিএমএসএফ। তাই সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়ন করারও দাবি করেন বিএমএসএফ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com