রেজাউল ইসলাম,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আবু সালেহ (৫০) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মিঠাখালী গ্রামে বসতঘরের রান্নাঘরের মেঝে থেকে ওই দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়।আবু সালেহ উত্তর মিঠাখালী গ্রামের মৃত বারেক সুফির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর আবু সালেহ ৩টি বিয়ে করেছেন। এর আগে দুই স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ ঘটে। তিন বছর আগে একই গ্রামের আব্দুল হালিম মিয়ার মেয়ে কোকিলা বেগমকে বিয়ে করেন। তৃতীয় স্ত্রী কোকিলা বেগমকে নিয়ে সংসার শুরু করেন।
কিছুদিন যাওয়ার পর তৃতীয় স্ত্রীর সাথে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যায়। শুক্রবার সন্ধ্যায় আবু সালেহ স্ত্রীর সাথে দাম্পত্য কলহের অবসান ঘটিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। শনিবার সকালে প্রতিবেশী এক নারী রান্না ঘরের মেঝেতে দিনমজুর আবু সালেহ এর মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। অতঃপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠান। পরিবারের দাবি স্বামী আবু সালেহকে পরিকল্পিতভাবে হত্যা করে স্ত্রী কোকিলা বেগম পলাতক রয়েছে ।
মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ নুরুল ইসলাম বাদল জানান, দিনমজুর আবু সালেহ এর মরদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে স্ত্রী কোকিলা বেগম ও তার লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় । স্ত্রী কোকিলা বেগম কে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com