নিজস্ব প্রতিবেদক:আজ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, অদ্য ০৪ আগষ্ট ২০২২ ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প এবং বাংলাদশে কোস্ট র্গাড স্টেশন ভাসানচর পরিদর্শন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। এসময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ আখতার হোসেন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএফডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি এবং বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি (Rear Admiral Ashraful Hoq Chowdhury, ndu, afwc, psc)। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, পরিদর্শনকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভাসানচর এলাকায় বৃক্ষরোপণ করেন ও বাংলাদেশ কোস্ট গার্ডের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com