মোঃ শামীম আহমেদঃ
বাউফল থানাধীন কাছিপাড়া ইউপির মান্দারবন সাকিনে জনৈক কুদ্দুস আকন(৫৫) এর বসত ঘরের সামনের বারান্দার পশ্চিম পাশে কোনে সিধঁ কেটে কে বা কারা গৃহে প্রবেশ করে ০১টি স্মার্ট ফোনসহ জনৈক কুদ্দুস আকন এর নাতি মোঃ রিসান (৮)’কে অপহরন করে নিয়ে যায়। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তি সাথে সাথে অফিসার ইনচার্জ বাউফল থানা, পটুয়াখালীর নের্তৃত্ত্বে একটি চৌকস পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা যাচাই পূর্বক একাধিক টিমে বিভক্ত হয়ে সম্ভাব্য স্থান সমূহে অভিযান পরিচালনা শুরু করে। বাউফল থানা পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রাখে। পুলিশি তৎপরতা অব্যাহত থাকায় অদ্য ০৭/০৮/২০২২ তারিখ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন দূর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি খেয়াঘাট নামক স্থান হতে অবহৃত শিশু রিসান(৮)’কে উদ্ধারসহ অপহরন ও মুক্তিপনদাবী কারী মোঃ জাকির হোসেন (৪৫), পিতা-মোঃ হালিম ডাক্তার, সাং-বাজেমহল, ৩নং ওয়ার্ড, এ/পি-কারখানা, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী নামে এক ব্যক্তিকে স্থানীয় জনগনের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে উক্ত ঘটনায় স্বীকারোক্তি প্রদান করেন। ধৃত আসামী জাকির হোসেন এর তথ্য মতে জানা যায় যে, অবহৃত শিশু রিসান (৮) এর নানা কুদ্দুস আকন এর সাথে দীর্ঘদিন যাবৎ কাচামালের ব্যবসা করে আসিতেছেন। গত কয়েক দিন পূর্বে কুদ্দুস আকন নিকট আসামী জাকির হোসেন ১,০০,০০০/- টাকা ধার চায়। কুদ্দুস আকন ৫০,০০০/- টাকা ধার দিলেও বাদী ৫০,০০০/- না দেওয়ায় কুদ্দুস আকন এর নাতী রিসান (৮)’কে অপহন করিয়া মুক্তিপন দাবী করে। অপহৃত শিশু রিসান (৮) এর মা মোসাঃ হাওয়া বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেন এর বিরুদ্ধে অপহরন মুক্তিপনদাবী ও চুরির অপরাধে এজাহার দায়ের করিলে বাউফল থানার অফিসার ইনচার্জ, বাউফল থানার মামলা নং-৬, তারিখ-০৭/০৮/২০২২ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের (সংশোধনী/২০০৩) এর ৭/৮ তৎসহ ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com