একটি কুমিরের খামারে একদল দর্শানার্থী এলো। ভালোভাবে দেখানোর জন্য তাদেরকে কুমিরে পূর্ণ জলাশয়ের মাঝখানে ভাসমান একটি কাঠের মাঁচায় নিয়ে যাওয়া হলো। দেখার এক পর্যায়ে খামার মালিক ঘোষনা করলেন: "যদি কেউ পানিতে লাফ দিয়ে সাঁতারে জীবিত অবস্থায় পাড়ে উঠতে পাবে, তবে তাকে ১০ লাখ টাকা পুরষ্কার দেয়া হবে। ভয়াল কুমিরের ঝাঁক দেখে কারো সাহসে কুলোলো না। সেখানে পিন পতন নীরবতা নেমে এলো....
হঠাৎ এক লোক পানিতে ঝাঁপ দিল, কুমিরের তাড়া খেয়ে পড়িমড়ি সাঁতরাতে লাগলো... ভাগ্যক্রমে অক্ষত অবস্থায় কোনরকমে সে পাড়ে উঠে এলে, মালিক তাকে বিজয়ী ঘোষণা করে প্রতিশ্রুতি মোতাবেক পুরষ্কার তুলে দিলেন। পুরষ্কার গ্রহণের পর, লোকটি বউসহ ঘরে ফিরে এলো।
সে তার বউকে বললো, " শোনো, আমি কিন্তু ইচ্ছে করে ঝাঁপিয়ে পড়িনি ... কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দিয়েছে !!!" মুচকি হেসে বউ বললো," ওগো, সেটা আমিই দিয়েছিলাম"
*** পুরুষের সাফল্যের পিছনে, নারীর অবদান থাকে"।😂 ছুটির দিন সবার ভালো কাটুক....
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com