এক শীতের রাতে, কোন এক কোটিপতি রাস্তায় এক গরীব বৃদ্ধের দেখতে পেলো। তার গায়ে তেমন শীতবস্ত্র ছিলো না। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, " শীতের রাতে এভাবে থাকতে ঠান্ডা লাগছে না? গায়ে তো তেমন কাপড়ও দেখছি না! বৃদ্ধ লোকটি উত্তর দিল, " ঠান্ডা তো লাগে তবে অভ্যাস হয়ে গেছে"। কোটিপতি তাকে বললেনন, "একটু ওয়েট করো, আমি বাসায় গিয়ে তোমার জন্য কিছু শীতের কাপড় আনছি"
বেচারা খুব খুশি হয়ে বলল, সে তার জন্য অপেক্ষা করবে...
কোটিপতি তার বাড়িতে গিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গেল আর গরীব লোকটার কথা ভুলেই গেলেন। পরদিন সকালে সেই বৃদ্ধের কথা মনে পড়তেই তিনি রাতের সেই জায়গায় গিয়ে দেখলেন বৃদ্ধ লোকটি ঠান্ডায় জমে মরে পড়ে রয়েছে।
তার হাতে গোঁজা একটা চিঠি পাওয়া গেলো। মৃত্যুর আগে সে লিখে গেছে "যখন আমার কোন গরম কাপড় ছিল না, তখন আমার ঠান্ডার সাথে লড়াই করার মানসিক শক্তি ছিল, কিন্তু যখন আপনি সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন,তখন আপনার প্রতিশ্রুতিতে ভরসা করে আমি নিজের মানসিক শক্তিকে হত্যা করে ফেলেছি"
*** অনেক সময় আমরা রক্ষা পারবো কিনা তা না ভেবেই অথবা রাখবো জেনেই Promise করি। যদি না-ই রাখতে পারেন তবে কাউকেই প্রতিশ্রুতি দেবেন না। হয়তোবা আপনার জন্য তেমন কিছুই না, তবে এটি অন্য কারো কাছে সবকিছু এমনকি জীবন মরণের প্রশ্নও হয়ে উঠতে পারে....
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক Hasan Hafizur Rahman
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com