রবিবার (১৪ আগস্ট) সকাল ১০ টায় জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন পি এস সি এর নেতৃত্বে বিজিবির প্রশিক্ষণ মাঠে মাদকদ্রব্য ধ্বংস ও অনুষ্ঠান আয়োজন করা হয় । এ সময় জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাহিদুল ইসলাম খান ,চর রাজিবপুর কুরিগ্গ্রাম, উপজেলা নির্বাহী অফিসার অমিয় চক্রবর্তী, সহকারী কমিশনার নুসরাত জাহান, জামালপুর । সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, জামালপুর । জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো, রকিবুল হাসান, কুরিগ্গ্রাম । এবং কুরিগ্গ্রাম ও জামালপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণ ও জামালপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবির) বিভিন্ন সময়ে আটককৃত ১ লক্ষ ৫৮ হাজার ২১০ পিস ইয়াবা, ৬ হাজার ৩৩৪ বোতল বিভিন্ন প্রকার মদ, প্রায় ৫৪ কেজি গাঁজা, ৪৬৪ বোতল ফেনসিডিল, ১৯ টি বিয়ার, ৩৭১ পিস সেনেগ্রা ট্যাবলেট, ০২ গ্রাম হেরোইন এবং তিনটি নেশা জাতীয় ইনজেকশন ধ্বংস করা হয় । বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি এর পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মিডিয়া কর্মীসহ সকল স্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com