ঢাকা ৪ ফেব্রুয়ারি ২০১৯: অগ্নিঝরা মার্চ উপলক্ষ্যে আগামী পহেলা মার্চ সাভার স্মৃতিসৌধে স্বাধীনতা শোভাযাত্রা ও আলোচনা সভা করবে বিএমএসএফ। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে সংগঠনটি কাজ করছে। গত দু’বছর ধরে বিএমএসএফ মহান বিজয়ের মাসের প্রহর প্রহরে ১ ডিসেম্বর বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় বিএমএসএফ এবছর মার্চের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে শোভাযাত্রা ও আলোচনা সভার সিদ্ধান্ত নিয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ৪ ফেব্রুয়ারি এক বৈঠক পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএমএসএফ’র সভাপতি শহীদুল ইসলাম পাইলট।
বৈঠকে সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি হেদায়েত উল্লাহ মানিক, মোমিন মেহেদী, মোশারফ হোসেন নীলু, আজগর আলী মানিক, উজ্জল ভুইয়া, এমএ আকরাম, সোহাগ আরেফিন, কবির নেওয়াজ, রফিকুল ইসলাম মিরপুরী, আনিস মাহমুদ লিমন, আবু বকর তালুকদার, রেজোয়ান ইসলাম, ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় অনুষ্ঠান উদযাপনের জন্য মোমিন মেহেদীকে আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com