ডক্টর গোলাম মঈনউদ্দিন ছিলেন বাংলা একাডেমির পরিচালক। তিনি বিভিন্ন সময় অতিরিক্ত দায়িত্ব হিসেবে একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। একজন গ্রন্থ উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবেও তিনি সারা বিশ্বে পরিচিত।
গোলাম মঈনউদ্দিন ১৯৪৪ সালে নলতায় জন্মগ্রহণ করেন। তার পিতা এম জওহর আলী ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক। ড. মঈনউদ্দিন ছিলেন নলতা হাইস্কুলের ১৯৬০ ব্যাচের ছাত্র।
গোলাম মঈনউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশুনা করেন। এরপর ১৯৬৭ সালে তিনি বাংলা একাডেমিতে পাবলিকেশন অফিসার পদে যোগ দেন। একাডেমিতে চাকুরী করার সময় তিনি ইউনেসকো বৃত্তি নিয়ে ১৯৭৫ সালে ‘বুক প্রোডাকশন’ এবং ১৯৭৯ সালে ‘বুক ডেভেলপমেন্ট’ বিষয়ে জাপানে উচ্চশিক্ষা অর্জন করেন। দীর্ঘ ৩৪ বছর বাংলা একাডেমির নানা গুরুত্বপূর্ণ পদে চাকুরী করে ২০০০ সালে তিনি অবসর গ্রহণ করেন।
ডক্টর গোলাম মঈনউদ্দিন রচিত গ্রন্থের সংখ্যা ৩০ এর অধিক, এসবের মধ্যে রয়েছে প্রবন্ধ, কবিতা, অনুবাদ, শিশুতোষ ও সম্পাদনা। তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম খানবাহাদুর আহ্ছানউল্লা রচনাবলী সম্পাদনা।
গোলাম মঈনউদ্দিন বেশ কিছু সাহিত্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে সাতক্ষীরা সাহিত্য একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার- কলিকাতা, যুক্তরাষ্ট্র সাহিত্য পরিষদ পুরস্কার, চোখ সাহিত্য পুরস্কার- কলিকাতা অন্যতম। তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিশ্বের বিভিন্ন বইমেলা ও সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
তার রচনাবলীর মধ্যে অন্যতম-
কবি ফররুখ আহমদঃ ঐতিহ্যের নবমূল্যায়ন
প্যারীচাঁদ মিত্র ও অন্যান্য প্রবন্ধ
খানবাহাদুর আহ্ছানউল্লাঃ জীবন ও সাহিত্য
খানবাহাদুর আহ্ছানউল্লাঃ বিশ্বাস ও জীবন দর্শন
বাংলাদেশের গ্রন্থ উন্নয়ন
বৃষ্টিতে ভিজে ভিজে
শিশিরের কানে কানে
বাতাসের পায়ে পায়ে
খানবাহাদুর আহ্ছানউল্লা স্মারকগ্রন্থ
দরবেশ আলী স্মারকগ্রন্থ
একান্ত অনুভব
তথ্যসূত্রঃ খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক প্রভাষক মনিরুল ইসলাম প্রিজম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com