প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২২, ৫:৫২ এ.এম
নড়াইলের প্রথম নারী এসপি সাদিরা খাতুন’র খুলনা রেঞ্জ ডিআইজি’র সাথে সৌজন্য সাক্ষাৎ
উজ্জ্বল রায়, নড়াইলঃ
নড়াইলের প্রথম নারী এসপি সাদিরা খাতুন'র খুলনা রেঞ্জ ডিআইজি'র সাথে সৌজন্য সাক্ষাৎ। নড়াইলের প্রথম নারী পুলিশ সুপার সাদিরা খাতুন নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় রেঞ্জ ডিআইজি, খুলনা নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ জেলার পুলিশ সুপারগণকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আইন-শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ আতিকুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জ, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আর আর এফ খুলনা এবং সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, ঝিনাইদহ, কাজী মনিরুজ্জামান, পুলিশ সুপার সাতক্ষীরা, মোঃ মশিউদ্দৌলা রেজা, পুলিশ সুপার মাগুরাসহ সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com