কলকাতা প্রতিনিধিঃ
হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরে এক কোটি বর্গফুট জায়গাতে ১৪ তলা বিশিষ্ট এই হাসপাতাল ছাড়াও আছে মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, স্বাস্থ্য বিজ্ঞান কলেজ, পুনর্বাসন কেন্দ্র, ৪৯৮ রুমের গেস্ট হাউজ, ফোর স্টার হোটেল আর একটি হেলিপ্যাড।
২,৬০০টি সাধারন আর ৫৩৪টি ক্রিটিক্যাল বেডের এই হাসপাতালে মোট ৮০০ জন ডাক্তার আর ২,৫০০ জন স্বাস্থ্য কর্মী মিলে ৮১টি বিভাগে রোগীদের চিকিৎসা দেবে। এখানে আছে ৬৪টি মডিউলার অপারেশন থিয়েটার, সম্পূর্ন স্বয়ংক্রিয় রোবোটিক ল্যাব, ক্যান্সার, হৃদরোগ, স্নায়ুরোগ প্রভৃতি জটিল রোগের সর্বাধুনিক চিকিৎসা। গোটা একটি ফ্লোর আছে মা ও শিশু রোগের জন্যে, ভারতের মধ্যে সবচাইতে বড়।
এখানে তিন লক্ষ বর্গফুটের ৭ তলা একটি ভবন আছে শুধুমাত্র রোগ নির্ণয় এবং এই সংক্রান্ত গবেষণার জন্যে যেখানে পৃথিবীর অন্যান্য বিখ্যাত গবেষণাগারের সাথে মিলিতভাবে রিসার্চ চলবে।
৬,০০০ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল নির্মাণ করেছেন কেরালার এক আধ্যাত্মিক গুরু-মা অমৃতানন্দময়ী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com